আমাদের মেহেরপুর ডট কম ঃ বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তের পর মেহেরপুরের সকল সরকারী বেসরকারী অফিস আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, স্কুল কলেজ মাদ্রাসায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। কিন্তু ব্যতিক্রম মেহেরপুরের ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা সেভিংস ও কো-অপারেটিভ ব্যাংকগুলো রাষ্ট্রীয় শোককে আমলে নেয়নি। তাদের মধ্যে মেধাবী সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি, সততা সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি, উল্কা সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি, আলফালাহ সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি, স্বপ্নচূড়া সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি, ফেমাস সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি, শেলটার সেভিংস ও কো-অপারেটিভ সোসাইটি সহ প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী, ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় শোকের দিনে পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারে অনীহা দেখা গেছে। এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মকলেছুর রহমান জানান, আইন সবার জন্য সমান, জোর করে আইন শেখানো যায় না। এটা বিবেকের ব্যাপার।