আমাদের মেহেরপুর ডট কম ঃমেহেরপুর জেলার তিনটি উপজেলায় ৭ টি কেন্দ্রে সোমবার সকাল ১০ টার সময় এইসএসসি পরিক্ষা শুরু হয়। যশোর বোর্ডে, কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, মাদরাসা বোর্ডের অধিনে মোট ৩ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী এ পরিক্ষায় অংশ গ্রহণ করে।এর মধ্যে মেহেরপুর সরকারী কলেজ থেকে ৫২২ জন, মুজিবনগর সরকারী ড্রিগ্রী কলেজ থেকে ৫২২জন, মেহেরপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ৬৫০ জন,গাংনী ডিগ্রী কলেজ কেন্দ্রে ৫৩০ জন,গাংনী মহিলা ড্রিগ্রী কলেজ কেন্দ্র থেকে ৫৪১, মেহেরপুর পৌর করেঝ কেন্দ্র থেকে ২৭৮, বামুন্দি নিশীপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ৪৪১ জন, বাংলাধেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে মেহেরপুর মাধ্যেমিক বালিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২৪০ জন, গাংনী মাধ্যেমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র থেকে ৭৭৭ জন, মুজিবনগর সরকারী ড্রিগ্রী কলেজ কেন্দ্র থেকে ২০৫জন, অংগ্রহণ করছে। এছাড়া এইচ এস সি ভোকেশনাল পরীক্ষায় মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ১৫৩ জন পরীক্ষার্থী ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে১মেহেরপুর দারুল উলুম আহমোদিয়া মাদরাসা কেন্দ্র থেকে ১১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্টু ও সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। এদিকে পরীক্ষায় অসাধুউপায় অবলম্বনের জন্য ১জন বহিষ্কার হয়েছে।