আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও গাংনী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি কাবুল হোসেন কে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি ও একটি শক্তিশালী হাতবোমা রেখে গেছে সন্ত্রাসীরা। চিঠিতে লেখা আছে জয় বাংলা শ্লোগান আর বেশিদিন নয় ৭ দিনের মধ্যে তোকে বোমা মেরে হত্যা করা হবে এবং তোর ইউনিয়ন কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। জানা গেছে, গাংনী উপজেলার ধলা বাজারের ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে একটি হাতবোমা ও একটি চিঠি দেখে চেয়ারম্যান কাবুল হোসেন ধলা পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্প ইন্চার্জ সুবেদার গোলক চন্দ্র লাল টেপ জড়ানো একটি হাতবোমা ও একটি চিঠি উদ্ধার করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা এ হুমকি দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।