ফারুক আহমেদ,মেহেরপুর ঃ দারিদ্র ও সুবিধা বঞ্চিত সদস্যদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ‘আশা’ ঋণ কা
র্যক্রমের পাশাপাশি জুন’১২ থেকে স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ২রা ফেব্রয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত নিরাপদ পানি ব্যাবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ মুলক আলোচনা সপ্তাহ ব্যাপি আয়োজন করে। আশা মেহেরপুর জেলার সকল ব্রাঞ্চ সহ বাংলাদেশের প্রায় তিন হাজার ব্রাঞ্চে সপ্তাহ ব্যাপি এই পর্বে রয়েছে নিরাপদ পানি ব্যাবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ। উক্ত কর্মসূচীতে মেহেরপুর উজলপুর ও সদর ব্রাঞ্চ সহ জেলার ১৯ টি ব্রাঞ্চের আওতায় সকল মহিলা সমিতির সদস্যদের উপস্থিতিতে নিরাপদ পানি ব্যাবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ সর্¤úকে ব্যাপক ভাবে আলোচনা করা হয়। আশা মেহেরপুর জেলা ব্যবস্থাপক খন্দকার মোঃ আলাউদ্দীন, মেহেরপুর সদরের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুল ইসলাম, আশা উজল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জামিরুল ইসলাস,মোঃ আলমগীর হোসেন, লোন অফিসার মোঃ মনিরুল ইসলাম বলেন, আশা স্বাস্থ্য সচেতনতা মূলক সপ্তাহ ব্যাপি কর্মসূচীর নিরাপদ পানি ব্যাবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ সর্ম্পকে ব্যাপক ভাবে আলোচনা করে। এতে বক্তারা পানি দূষন সর্¤úকে বলেন, রোগজীবানু এবং ক্ষতিকর পদার্থমুক্ত পানিকে নিরাপদ পানি বলে। উল্লেখ্য একই দিনে মেহেরপুর জেলার ১৯টি ব্রাঞ্চের মাধ্যমে ১১৫ জন কর্মীর দ্বারা প্রায় ৬৫০০ জন সদস্যদেকে নিরাপদ পানি ব্যাবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ সর্ম্পকে সচেতনতা মুলক পরামর্শ দেওয়া হয়।