আমাদের মেহেরপুর ডট কমঃ
গতকাল মেহেরপুর সদর উপঝেলার আমঝুপি ইউনিয়নের বেলতলা পাড়ায় মটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় মিঠুন (২০) নামে একজণ মারাযায় । গত শুক্রবার শহরদ্দিনের ছেলে মিঠুন বেলতলা পাড়াগ্রাম ছাড়িয়ে মাঠের দিকে যেতে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে একটি গাছে ধাক্কা মারলে আছড়ে মাটিতে পড়ে যায় । লোকজণ রক্তাক্ত অবস্থায় তাকে উদধার করে দুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয় ।তার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসার পর ্চিকিৎসকরা রাজশাহী রেফার করেন।রাজশাহীতে নেবারপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় ।