বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হল আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস–২০১৩ পালিত। শনিবার এ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) হেমায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসানাত সহ সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন । পরে জেলা প্রাশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন , সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল , তথ্য অফিসার এস এম রাহাত হাসানাত , সহকারী কমিশনার হুমায়ন কবির, সাংবাদিক রশিদ হাসান খাঁন আলো।