মেহেরপুর-১ আসনে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়ন ও অতিথি পাখিকে প্রত্যাহারের দাবিতে মেহরেপুরে মানব বন্ধন করেছে জেলা যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর বারটার দিকে শহরের ওয়াপদা মোড় এলকায় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে তৃণমুল নেতাকর্মীদের দাবি উপেক্ষা করে অরাজনৈতিক ব্যক্তি ফরহাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্রুত মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান মানব বন্ধনে অংশ গ্রহনকারীরা। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওযামী লীগের সাধারন সম্পাদক আল মামুন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।