আমাদের মেহেরপুর ডট কমঃ
মেহেরপুরের গাংনী হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে শেষ হয়েছে দুইদিন ব্যাপি অকটেন মোবাইল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সোমবার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাংনী দুরন্ত দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় এনাম-শ্যামল জুটি পুর্ব মালসাদহ দলের পরশ-লাল চাঁদ জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল পেয়েছেন ৩০ হাজার এবং রানার্সআপ দল পেয়েছেন ২০ হাজার টাকা সহ অকটেন মোবাইল পুরস্কার। জাঁকজমক পুর্ণ এ টুর্ণামেন্টে পাবনা, বগুড়া, কুষ্টিয়া ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানের ৮টি দল অংশ নেয়। জাতীয় র্যঙ্কিয়ের ৮ জন খেলোয়াড় কয়েকটি দলের হয়ে অংশ গ্রহন করেন। তুমুল প্রতিদ্বন্দী পুর্ণ এ খেলা দেখতে এলাকার হাজারো দর্শক উপস্থিত হয়। অকটেন মোবাইল কোম্পানির জিএম হাফিজুর রহমান ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক এমদাদুল হক বড় এবং আহবায়ক সিরাজুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এডমিনের দৃষ্টি আকর্ষণ:আমি যে মন্তব্য করছি তা কেন ছাপা হচ্ছে না