নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ সোমবার রাতে মেহেরপুরের মেধাবী ক্রেডিট এন্ড সেভিংস কো-অপারেটিভ সোসাইটির আদায়কারী মোঃ ফিরোজ সাংবাদিক সুমন সহ সকল সাংবাদিকদের দেখে নেওয়া ও মামলার হুমকী দিয়েছে। এ ঘটনায় মেহেরপুরের সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েছে। এ ব্যাপারে জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি রফিকুল আলম বলেন, জেলা সমবায় অফিস থেকে সমবায় সমিতির নামে নিবন্ধন নিয়ে ব্যাংকের মত কার্যক্রম শুরু করেছে এই সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক আইনের পরিপন্থী কাজ করে চলেছে তারা। তারা বিভিন্ন সাধারণ মানুষকে লোভ দেখিয়ে লাখ টাকা সঞ্চয় রাখলে প্রতি মাসে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সুদ দেবার কথা বলে টাকা নিয়ে ব্যবসা করছে এবং সঠিক সময়ে সঞ্চয়কারীরা টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন হুমকী ধামকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের এই দুঃসাহস ও সাংবাদিকদের হুমকী দেবার ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবী করছি।