মেহেরপুরের শোলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে জমি চাষ।

মেহেরপুরের শোলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে জমি চাষ।

map-2মেহেরপুর সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা জারি করার পর ও জোর পূর্বক জমি দখল করে চাষ করেছে প্রভাবশালী একটি চক্র।
প্রভাবশালী একটি চক্র টি গত শুক্রবার দুপুরের দিকে জমিতে থাকা কলাই তছরুপাত করার পর সেই জমি জোর পূর্বক চাষ করা হয়েছে।
শোলমারী গ্রামের মোঃ কিতাব আলী অভিযোগ করে বলেন, তার এস,এ ৫৩৮৯ আর,এস ১০২৫৫ ও ১০২৫৮ দাগের ৫৫ শতক জমি নিয়ে মেহেরপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলছে। যার নং দেং-২৮৯/২০১১। আদালতে আদেশ অমান্য করে রুদ্রনগর গ্রামের কালু,রফিক,নাজিরুল,মুসা,মুক্তার, জানারুল, বাবু, জহিরুল সহ আরো ১২/১৩ জন ফসল তছরুপাত করে জমি চাষ করেছে।
স্থানীয়রা জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যে কোন সময় অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে।
মেহেরপুর সংবাদ