মেহেরপুরের রামদেবপুর গ্রামে ১২ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান

মেহেরপুরের রামদেবপুর গ্রামে ১২ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান

Meherpur Anthrax Footage 6-6-13নয়ন আমাদেরমেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের নারী ও শিশু সহ ১২ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস নাড়াচাড়া করায় তারা অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা।
এলাকাবাসী জানিয়েছে, রামদেবপুরMeherpur Anthrax Footage 6-6-13 গ্রামের মোক্তারুল ইসলামের একটি গরু দশ দিন আগে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে অসতর্কতাবশত গরুটি জবেহ করে মাংস বিক্রি করা হয়। এর পর থেকে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ঘা দেখা দেয়। এদের মধ্যে শিশু আব্দুল্লাহ (দেড় বছর), আওলিয়া খাতুন (১১), মহাবুল ইসলাম (২৮), রশিদা খাতুন (৪০), মুক্তারুল ইসলাম (২৫), রেবেকা খাতুন (২৬) ও নিছারন খাতুনকে (২৮) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (উপজেলা হাসপাতাল) আনা হয়। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস ও নাড়িভুড়ি নাড়াচাড়া করায় তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে ওই এলাকার পশুর টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মেহেরপুর সংবাদ