ফারুক আহমেদ আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের মুজিবনগর হাসপাতাল কোয়াটারে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাত দল নগত টাকা,¯¦র্ণলংকার,মোবাইল ফোন সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাত দলের হামলায় ৩ মহিলা সহ ৪ জন আহত হয়েছে। ডাকাতি হামলায় আহত রুহুল আমিন জানান, বুধবার ভোর রাতের দিকে একদল ডাকাত মুজিবনগর হাসপাতাল কোয়াটারে প্রবেশ করে জিল্লুর রহিমা পারভীন,সাগরিকা,হাজেরা খাতুন কে রশি দিয়ে বেধে নগত টাকা,¯¦র্ণলংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাত দলের হামলায় রুহুল আমিন, জিল্লুর রহিমা পারভীন,সাগরিকা,হাজেরা খাতুন আহত হয়েছে।
মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান,,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতির পরপরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।