মেহেরপুরের মুজিবনগর সিমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সিমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ


imgresফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডট কম ঃ
মেহেরপুরের মুজিবনগর সিমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পরে তাকে ভারতের তেহট্ট্র থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আমির খসরু জানান,সোনাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সেলিম (২০) কে ভারতীয় সিমান্তের ১০৮ নং পিলারের কাছ থেকে সোমবার রাত ৮ টার দিকে বিএসএফ ধরে নিয়ে যায়। এ সংবাদ পওয়ার পর পতাকা বৈঠকের জন্য আহবান জানানো হয় বিএসএফ কে । পরে মঙ্গলবার দুপুর ১২ টারদিকে সিমান্তের ১০৯ নং পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষে পাথরঘাটা কোম্পানী কমান্ডার আর এস রাউযান এবং বিজিবি’র পক্ষে মুজিবনগর কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকে সেলিম কে ফেরত দেয়ার জন্য আহবান জানালে বিএসএফ কর্মকর্তা আর এস রাউযান বলেন মঙ্গলবার সকালে সেলিম কে তেহট্ট্র থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সেলিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফেরত পাওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

মেহেরপুর সংবাদ