৬০ ঘন্টা হরতালের তৃতীয় দিনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাস স্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার সকাল ৭ টার দিকে জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মী সমর্থক হরতালের পক্ষে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বামন্দি বাস স্ট্যান্ডে পুলিশি বাধা অতিক্রম করে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে আটটার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভ মিছিলে গাংনী উপজেলা বিএনপির সহ সভাপতি ও ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী,বামুন্দী ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, বিএ
নপি নেতা রাইপুর ইউপি চেয়ারম্যার আলফাজ উদ্দীন, জেলা যুবদলের সাবেক আহবায়ক মুরাদ আলী,উপজেলা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,পৌর জিয়া পরিষদের সভাপতি আহসান হাবিব বাবু,বিএনপি নেতা হারুন অর রশিদ বাচ্চু,গাংনী পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম,ইউপি সদস্য রবিউল ইসলাম,তৃণমূল দল নেতা জামাল উদ্দীন,আবুল ওহাব বুলবুল,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কাউছার আলী,ছাত্রদল নেতা চপল বিশ্বাস,হাসের আলী,সাহিবুল ইসলাম,জসিম উদ্দীন,শামিম, রতন আলী,সোগান সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বামুন্দী বাজার বাসষ্টান্ডে শেষ হয়। মিছিলে হরতালের সমর্থনে নানা শ্লোগান দেয়া হয়।
এদিকে টানা তিন দিনের হরতালের আন্তজেলা ও দুরপাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলা শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে। জেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে ব্যাপক পুলিশ টহল জোরাদার ছিল।