আমাদের মেহেরপুর ডট কমঃ সোমবার দুপুরে মেহেপুর জেলা শহরের সকল মানুষের প্রিয় মুখ বা আদরের মানুষ নিপু’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বড়বাজারে নিপু স্মৃতি পরিষদের উদ্দ্যোগে এর স্মরণ সভায় সভাপতিত্ব করেন আসফারুল হাসান সুমন। স্মরণ সভায় বক্তব্য রাখেন বিপ্লব কুমার, মামুনুর রহমান, বেল্লাল হোসেন, আল মারুফ রনি, শেফালী বিশ্বাস, মাধবী লতা প্রমুখ।