তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে প্রতিবেশী আলাই মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল জাব্বার (২২) নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জব্বারের মা রাশিয়া খাতুন (৫২) ও বড় ভাই হাবিবুর রহমান (২৭)। বৃহষ্পতিবার সকাল নয়টার দিকে আঘাতের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর দুইটার দিকে পাবনার দাসুরিয়া নামক স্থানে জাব্বারের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটকেলপোতা গ্রামের পার্শ্ববর্তী বারাদী বীজ উৎপাদন খামারের একটি গর্ত থেকে মাটি কাটা নিয়ে আজ সকালে জাব্বার ও আলাই মিয়ার মধ্যে বাকবিত-া বাধে। এক পর্যায়ে আলাই মিয়া দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জাব্বারের মাথায় এলোপাথাড়ী কোপ দেয়। তাকে বাঁচাতে ছুটে আসলে জাব্বারের মা ও ভাইকে একই ভাবে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আশংকাজনক অবস্থায় জাব্বারকে রাজশাহী ও তার মাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। জাব্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান, মরদেহ বাড়িতে পৌছালে তা পুলিশের হেফাজতে নিয়ে ময়না তদন্ত করা হবে।