মেহেরপুরের তেরাইলে ডাকাতের হামলায় মা-মেয়ে জখম ॥ এক ডাকাত আটক

মেহেরপুরের তেরাইলে ডাকাতের হামলায় মা-মেয়ে জখম ॥ এক ডাকাত আটক

images-28-180x130মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে ডাকাত দলের ধারলো অস্ত্রের আঘাতে সাইমা খাতুন (৩৬) ও তার মেয়ে শোভা আক্তার (১৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এ হামলার সময় গোলাম মোস্তফা (৩২) নামের এক ডাকাত সদস্যকে ধরে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গোলাম মোস্তফার বাড়ি সদর উপজেলার টেঙ্গর মাঠ গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তেরাইল গ্রামের দুবাই প্রবাসী সাবান আলীর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে গেটের গ্রিলের তালা ভেঙ্গে বাড়ির ভেতের প্রবেশ করে লুটপাট চালায়। এসময় বাধা দিলে প্রবাসীর স্ত্রী সাইমা ও মেয়ে শোভাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে ডাকাত দলের সদস্য গোলাম মোস্তফাকে ধরে গণপিটুনি দেয়। পরে গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে মোস্তফাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আহত মা-মেয়েকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সংবাদ