মেহেরপুরের তামাক বিরোধী সংগঠন আশ্রয়ের উদ্দ্যোগে হোটেল রেস্তোরায় ধুমপান বিরোধী সাইন স্থাপন ও লিফলেট বিতরণ॥

মেহেরপুরের তামাক বিরোধী সংগঠন আশ্রয়ের উদ্দ্যোগে হোটেল রেস্তোরায় ধুমপান বিরোধী সাইন স্থাপন ও লিফলেট বিতরণ॥

download (12) নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ বৃহষ্পতিবার সকালে মেহেরপুরের তামাক বিরোধী সংগঠন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে জেলার মুজিবনগর উপজেলা ও জেলা শহরের বিভিন্ন হোটেল রোস্তরায় ধুমপান বিরোধী সাইনবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণ হয়েছে। বাংলাাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় আশ্রয় পরিচালক এম এ হাসান সুমনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরায় ধুমপান বিরোধী সাইন লাগিয়ে ঐ স্থানকে ধুমপানমুক্ত এলাকা ঘোষণা করা এবং বিভিন্ন লিফলেট বিতরণ করেছে। এছাড়াও জেলা শহরের কোর্ট মোড়ে অবস্থিত বেশ কয়েকটি হোটেল রোস্তরা এবং পরিবহন কাউন্টারে ধুমপান বিরোধী সাইন লাগানোসহ বিভিন্ন প্রকার লিফলেট বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর উন্নয়ন ফোরামের আতাউর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম, কার্তিক চন্দ্র, শংকর কুমার, আলমগীর হোসেনসহ সুধীমহল।
মেহেরপুর সংবাদ