হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগ মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের তিন নারী কর্মীসহ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, ওই মামলার পলাতক আসামিরা গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রাজনগর গ্রামে অভিযান চালানো হয়। আটক ৪ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।