মেহেরপুরের চাঁদবিল মাঠে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষে জমি নির্ধারন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন জমির মালিকরা।বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল মাঠের মধ্যে অয়ন ফিলিং ষ্টোশনের সামনে এ মানববন্ধন করেছে এলাকার জমির মালিক ও চাষীরা । জানা গেছে, সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিলের মাঠে মেহেরপুর–চুয়াডাঙ্গা সড়কের পাশে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার লক্ষে ৩০ একর জমি সরকারের হুকুম দখল করার কথা রয়েছে। এ জন্য বৃহষ্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক জোনের নির্বাহী চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত সচিব) ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল উক্ত এলাকা পরিদর্শন করতে আসছে এমন খবর পেয়ে ওই জমির মালিকরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে নেতৃত্বদানকারী মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানিয়েছেন, এ মাঠের জমি অধিগ্রহন করলে চাষিরা বিপাকে পড়বেন।
তবে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রাথমিকভাবে চাঁদবিল মাঠ নির্ধারন করা হয়েছে। এটি হলে এ অঞ্চলের চাষিদের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। তবে এ বিষয়ে আন্দোলন করার মত কিছুই হয়নি। মানবন্ধনে সাবদার হোসেন, আজগর হোসেন ,নজরুল ইসলাম, রুহুল আমিন, খলিলুর রহমান, তেুতল শেখ,মাহবুব আলম সহ শতাধিক কৃষি জমির মালিক অংশগ্রহণ করে।