মেহেরপুরের গাংনী সীমান্তে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্তে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

04আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা সীমান্ত এলাকা থেকে শরিফুল ইসলাম (২৮) নামের বাংলাদেশী এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরর্তী বাহিনী (বিএসএফ)।  গত শুক্রবার সন্ধায় তাকে ধরে নিয়ে গেলেও রাত সাড়ে নয়টার দিকে এ খবর নিশ্চিত হয়েছে তার পরিবার ও বিজিবি।  বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম ও স্থানীয় সুত্রে জানা গেছে, ধলা গ্রামের নামাজ উদ্দীনের ছেলে কৃষক শরিফুল ইসলাম সীমান্তের ১৩৬ নং মেইন পিলার এলাকায় গত শুক্রবার বিকেলে ঘাস কাটতে যান। এসময় বিএসএফ টেইপুর ক্যাম্প সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি রাতে নিশ্চিত হয় বিজিবি ও শরিফুলের পরিবার। পতাকা বৈঠকের পর শরিফুল কে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন বিজিবি কমান্ডার রেজাউল করিম।
মেহেরপুর সংবাদ