মেহেরপুরের গাংনীর আলোচিত সেই রাজা ক্লিনিকে এবার চিকিৎসা সেবা না পেয়ে মারা গেছে এক গর্ভবতী মহিলা।

মেহেরপুরের গাংনীর আলোচিত সেই রাজা ক্লিনিকে এবার চিকিৎসা সেবা না পেয়ে মারা গেছে এক গর্ভবতী মহিলা।

Rajiaআমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনীর আলোচিত সেই রাজা ক্লিনিকে এবার চিকিৎসা সেবা না পেয়ে মারা গেছে রাজিয়া নামের এক গর্ভবতী মহিলা।মুত্যুর ঘটনায় ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছে রুগীর স্বজনরা।
মৃত রাজিয়া খাতুনের স্বামী এরশাদ আলী জানান, রিজিয়াgangni pic খাতুন(২৫)কে শুক্রবার দুপুরে প্রসব বেদনা শুরু হলে গাংনী রাজা ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের মালিক ডাক্তার পারভিয়াস হোসেন রাজার সাথে সিজার করার জন্য ৯ হাজার টাকার চুক্তি করা হয়। রিজিয়ার সিজার করার জন্য টাকা আসতে দেরি হওয়ায় ডাক্তার রাজা দুপুর থেকে তার ক্লিনিকে ফেলে রাখেন। সন্ধ্যার দিকে তার অবস্থার মারাত্বক অবনতি হলে মুমূর্ষ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত ৯ টারদিকে সে মারা যায়।মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কাজল জানান, সময়মত রোগীকে চিকিৎসা দেয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো। এদিকে একের পর এক রাজা ক্লিনিকে রুগির মুত্যুর ঘটনা ঘটলেও অজ্ঞাত কারনে মেহেরপুরের সিভিল সার্জন মোঃ আব্দুস সহিদ বারবার নিরব ভূমিকা পালন করেছে।সম্প্রতি রাজা ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ হওয়ার পর ভ্র্যাম্যমান আদালত পরিচালিত হয়। সে আদালতে জরিমানা দিয়ে কোন রকম রক্ষা পায় রাজা ক্লিনিকের মালিক ডাক্তার পারভিয়াস হোসেন রাজা ।
মেহেরপুর সংবাদ