ফারুক আহমেদ,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে শিবির নেতা কর্মি সন্দেহে ৮ জন কে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ওসি আলমগীর হেসেন জানান,শুক্রবার সন্ধ্যার দিকে মহিষাখোলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিবিরের ৮ জন নেতা কর্মি গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুল গফুর,কামরুল ইসলাম,ইমরুল হোসেন,মহিবুল হোসেন,মাবুদ আলী,মহিদুল,সাহাজান আলী ও হাড়িয়াদহ গ্রামের গাউসুল আজম কে আটক করা হয়। আটককৃতরা নাশকতার জন্য কোন পরিকল্পনা করছিলনা কি না খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। তবে আটককৃতদের পরিবার জানিয়েছে,যাদের আটক করা হয়েছে তারা সবাই পিকনিক করছিল।