মেহেরপুরের গাংনীতে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি সহ দু অস্ত্র ব্যবসায়ী আটক ।

মেহেরপুরের গাংনীতে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি সহ দু অস্ত্র ব্যবসায়ী আটক ।


আমাদের মেহেরপুর ডট কমঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাজিপুর থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ১৬ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। Rab Pবৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের মহসিন আলীর ছেলে মিলন হোসেন (৩০) ও রনজিত আলীর ছেলে সাহাব আলী (৩২)।
র‌্যাব কমান্ডার এসএসপি তারেক জুবায়ের জানান, গোপন সোর্স মাধ্যমে তিনি জানতে পারেন কাজিপুর গ্রামের ঈদগাহ পাড়ার ঈদগাহের পাশের একটি কাঁঠাল বাগানে অস্ত্র কেনা-বেচা চলছে। এ খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি দ্রুত অভিযান পরিচালনা করে ওই দুই অস্ত্র ব্যাবসায়ীকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, ভারতীয় সীমান্ত থেকে এগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের সন্ত্রাসী ও চরমপন্থিদের কাছে বিক্রি করে আসছিল। অস্ত্র আইনে তাদের নামে মামলা করা হবে বলে জানায় র‌্যাব।
মেহেরপুর সংবাদ