গাংনী থানার পাশে ককটেল বিষ্ফোরণের কিছুক্ষণ পরে শহরের কাথুলী মোড় ও চৌগাছা বড় মসজিদ এলাকায় আরো দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে বিষ্ফোরণের কোন আলামত সংগ্রহ হয়নি। পুলিশ বলছে পটকা বাজি ফুটিয়ে আতংক সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী শহরের কাথুলী মোড়ে রেজা এন্টার প্রাইজের সামনে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বত্ত। রাত ৮টা ২০ মিনিটের দিকে চৌগাছা বড় মসজিদ এলাকায় আরো একটি ককটেল বিষ্ফোরণ ঘটে। ককটেল বিষ্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও চারদিকে আতংক বিরাজ করছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, এগুলো পটকা বাজি। তবে এর সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।
অপরদিকে মেহেরপুরের গাংনী থানা ভবনের পিছনে একটি ককটেল বিষ্ফোরিত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। দূবৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে ধারনা করছে পুলিশ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, এটি পটকা বাজি। বিষ্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। দৃর্বত্তরা আতংক সৃষ্টির করার জন্য এটি করেছে বলে ধারনা করছে পুলিশ। তবে গাংনী থানাসহ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে