আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের জানালা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কৃত বোমা নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই মজনুর রহমান জানান,বুধবার সকাল ১১ টারদিকে শিক্ষকের দেয়া সংবাদের ভিত্তিতে মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের জানালা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা গুলি শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। বোমা দুটি লাল টেপ দিয়ে মড়ানো ছিল। মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জানান লালু জানান,নাশকতা কিংবা আতংক ছড়ানোর জন্য বোমা গুলি রাখা হতে পারে বলে । এদিকে বোমা উদ্ধাারের ঘটনায় শিক্ষক ও ছাত্র ছাত্রী দের মাঝে আতংক বিরাজ করছে।