মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ সড়কে স্থানীয় হরতাল বিরোধীদের হামলায় আহত হয়েছেন ৭ বিএনপি সমর্থক। আহত আড়পাড়া গ্রামের হাসান আলী (৪০), মন্টু মিয়া (৪২) ও আড়পাড়া গ্রামের জনিরুল ইসলামকে (৩০) একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকাল আটটার দিকে বামন্দি বাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানিয়েছেন, হরতাল সফল করতে বামন্দি বাজার এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী সমর্থকরা বামন্দিতে জড়ো হচ্ছিল। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মাসলাদহ নামক স্থানে পৌছালে হরতাল বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালালে কয়েকজন আহত হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।