মেহেরপুরের গাংনীতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় তিন ছাত্রের জেল-জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়ই উক্ত্যক্ত করতো পার্শ্ববর্তী এইচএসএসকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিন ছাত্র। গতকাল দুপুরে ছাত্রীর স্কুলের সামনে গিয়ে উত্যক্ত করার সময় শিক্ষকরা তাদের আটক করেন। খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম র্যাব-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত ছাত্র আশিক হোসেনকে এক মাসের কারাদন্ড এবং অপর দুই ছাত্র সুমন আহম্মেদ ও রিপেল হোসেনকে এক হাজার টাকা করে জরিমানা করেন।