কেন্দ্রীয় কর্মসূচীর আংশ হিসাবে মেহেরপুরের গাংনীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ ঘন্টার কর্মবিরতী পালন করেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত কর্মবিরতী পালন করে।বাংলাদেশ সরকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাংনী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা জানান,প্রধান শিক্ষকদের পদ মর্যাদা দ্বিতীয় ও সহকারী শিক্ষকদের বেতন বর্ধিত করন সহ ৭ দফা দাবিতে গাংনী উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতী পালন করে।
গাংনী উপজেলা সরকারী শিক্ষক সমিতির সভাপতি সাহাবউদ্দীন ও সাধারন সম্পাদক গোলাম ফারুক বলেন,শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।