মেহেরপুরের গাংনীতে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা। আটক ৩

মেহেরপুরের গাংনীতে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা। আটক ৩


p-202ফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডট কম ঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে র‌্যাব পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করতে গিয়ে ৩ আপরহরন কারী জনতার হাতে আটক হয়েছে। বামুন্দী বাজারের মেরী এন্টারপ্রাইজ এন্ড জেন্টস ফ্যাশনের মালিক জ্যাকি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া বড়বাজার এলাকার কামরুল ইসলাম রুবেল (৩৫),আড়–য়াপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে রবিউল ইসলাম (৪০) ও গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আলমগীর কবীর (৩৮)। তিনজন মিলে জোর পূর্বক মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন।এসময় তার চিৎকারে স্থানীয়রা অপহরনকারী সন্ত্রাসীদের আটক করে গণধোলাই দেয়। এসময় জনতার গণধোলাইকালে অপহরণকারীরা নিজেদের র‌্যাব আবার কখনো মাদক নিরাময় কেন্দ্রে কর্মকর্তা পরিচয় দেয়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়। এদিকে জ্যাকি বাদী হয়ে সন্ধ্যা ৬ টার দিকে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

মেহেরপুর সংবাদ