মেহেরপুরের গাংনীতে যুবলীগের বর্ধিত সভায়— সকল ভেদাভেদ ভুলে যুবলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে …………….কেন্দ্রীয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ফজলুল হক আতিক
ধর্মের নামে আন্দোলন করতে গিয়ে বিরোধী দল পবিত্র ধর্মগ্রন্থে আগুন দিয়েছে। তাদের হাত থেকে পবিত্র ঘর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম রেহায় পাইনি। শাপলা চত্ত্বরে বসে ব্যাংক বীমাসহ গাছপালা কেটে দিয়েছে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে নাশকতা ঘটিয়েছে। বিরোধী দলের এ নাশকতা চালাতে দেওয়া হবেনা। গাংনী উপজেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। তিনি আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে যুবলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। বিএনপি জামায়াতের একটি কর্মীও যেন রাজপথে নামতে না পারে এজন্য যুবলীগ নেতা কর্মীদের লাঠি হাতে রাজপথে থাকার নির্দেশ দেন তিনি। শনিবার বিকালে গাংনী উপজেলা যুবলীগ কার্যালয় চত্বরে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনের স্বাগত বক্তব্যের পর বর্ধিত সভার উদ্বোধন করেন মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম।
কেন্দ্রীয় যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, উগ্রবাদ জঙ্গিবাদ বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেবেনা এদেশের মানুষ। এদেশের মানুষ নতুন কোন হাওয়া ভবন দেখতে চাইনা। দেখতে চাইনা লুটেরা কোন গোষ্ঠির অপশাসন। আন্দোলনের নামে বিরোধী দলের নেতা এদেশকে আফগানিস্তান ও পাকিস্থান বানাতে চাই। তাদের সে ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন করতে দেবেনা বর্তমান সরকার। সরকারের সফলতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন দেশে বর্তমান সরকার শিক্ষা,স্বাস্থ্য ও বিদ্যুতের উন্নয়ন করেছে। বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান খাম্বা লিমিটেড করে বিদ্যুৎ খাতের অর্থ লুটপাট করেছে। খালেদার জিয়ার ২ ছেলেকে চোর আখ্যায়িত করে তিনি বলেন, দেশের মানুষ তারেক ও কোকোকে চোর হিসেবে চেনে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক হিরন, জেলা যুবলীগের সহসভাপতি নিশান সাবের, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবু, জেলা যুবলীগের সহ সভাপতি গোলাম সাকলায়েন ছেপু,সোহেল আহম্মেদ পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম, যুবলীগ নেতা ও ৬ নং ওয়ার্ড কমিশনার নবীর উদ্দীন, সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল বাসার,যুবলীগ নেতা মহিবুল ইসলাম ,মিলন হোসেন,জাহাঙ্গীর আলম, আসাদ,মনোয়ার হোসেন ও রানা আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব, ইসমাইল হোসেন,ছাত্রলীগ সভাপতি হাসান রেজা স্টেু ও সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ন কবির রিপন,সাংগঠনিক সম্পাদক তাইম ইবনে ঝন্টু মিয়া,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হাবিব,আমিনুল ইসলাম রতন, সৈনিক লীগ নেতা ফারুক হাসান প্রমুখ। সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম কমিটির যুবলীগ সভাপতি ও সম্পাদক সহ নেতা কর্মিরা উপস্তিত ছিলেন।