ফারুক আহমেদ, আমাদের মেহেরপুর ডট কম
মেহেরপুরের গাংনী পৌর শহরের বাজার পাড়ায় মেয়াদ উত্তীর্ণ দুধ পান করে জিনিয়া খাতুন নামের ৫ মাসের এক শিশু মারা গেছে। মৃত জিনিয়া খাতুন গাংনী বাজার পাড়ার ৮ নং ওযার্ডের বাসিন্দা আব্দুল্ল¬ার মেয়ে । জিনিয়ার মাতা জাকিয়া খাতুন জানান, ৩ মাস আগে দোকান থেকে ল্যাকটোজিন নামের এক কৌটা দুধ আনা হয়েছিল খাওয়ানোর জন্য। ১ মাস আগে দুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। শুক্রবার বিকালে শিশু জিনিয়াকে ওই মেয়াদ উত্তীর্ণ দুধ খাওয়ানোর পর পরই অসুস্থ্য হয়ে পড়ে।
অসুস্থ্য অবস্থায় জিনিয়াকে গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারের গ্রাম্য হাতুড়ে ডাক্তার এম সামসুল আলমের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই হাতুড়ে ডাক্তারেরর ভুল চিকিৎসা বাচ্চার অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যার সময় জিনিয়াকে মূমূর্ষ অবস্থায় মেহেরপুর ডাক্তার রমেশ ক্লিনিকে নেওয়ার আগেই জিনিয়া মারা যায়। এব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাঃ বিথি দেবনাথ (এফসিপিএস) জানান, গ্রাম্য হাতুড়ে ডাক্তার কোন মতেই শিশুদের চিকিৎসা দিতে পারেননা। আমার যতটুকু মনে হয়েছে শিশুটিকে প্রথম থেকে যথাযথ চিকিৎসা দিলে বাচাঁনো সম্ভব হত। এ ব্যাপারে গ্রাম্য হাতুড়ে ডাক্তার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
মেহেরপুর সংবাদ