মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি গ্রামে বোমা ফাটিয়ে ৬ বাড়িতে ডাকাতী করেছে সংঘবদ্ধ ডাকাতদল। ডাকাতের ছোড়া বোমার আঘাতে এক গৃহকর্তা জখম হয়েছে। রবিবার রাত ২ টার দিকে এ উপজেলার গোপালনগর ও বানিয়াপুকুর গ্রামে এ ডাকাতী ও বোমাবাজির ঘটনা ঘটে। গোপালনগর গ্রামের আজমত আলী জানান,শািনবার রাত ২ টার দিকে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে আমার বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় ২০ হাজার টাকার অন্যান্য মালামাল নিয়ে যায়্ এর পর একই গ্রামের বদিউজ্জামান বদি বাড়ি থেকে নগদ ৮ হাজার টাকাসহ প্রায় ৪০ হাজার টাকা ও আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে নগদ ৫ হাজার টাকাসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।্ এরপর রাত ৩ টার দিকে একই উপজেলার বানিয়াপুকুর গ্রামে ডাকাতদলটি ঢুকে গ্রামের আব্দুল মালেকের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকাসহ অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া একই গ্রামের নাদেরের বাড়ি থেকে ৩০ হাজার টাকা ও আব্দুল হান্নানের বাড়ি থেকে অর্ধলাক্ষ টাকা ডাকাতী করে নিয়ে যায়। এসময় গ্রামবাসি ডাকাতদলকে প্রতিহত করতে এগিয়ে এলে গ্রামবাসিকে লক্ষ্য করে ২ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের ছোড়া বোমার আঘাতে গৃহকর্তা আব্দুল মালেক আহত হয়েছেন। আহত আব্দুল মালেককে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। গাংনী থানার ওসি মাছুদুল আলম ডাকাতীর ঘটনার সত্যতা শ্বিকার করে বলেছেন ডাকাত চক্রদের চিহৃত করার চেষ্টা চলছে। খুব শিগ্রই তাদের আটক করা সম্ভব হবে।