ফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডট কম ঃ হজরত মোহাম্মদ (সঃ)কে ব্যাঙ্গ ও কটাক্ষ করার প্রতিবাদে সারাদেশ ব্যাপি ওলামা মাশায়েখ পরিষদের ডাকা বিক্ষোভ মিছিল মেহেরপুরের গাংনীতে বিক্ষিপ্ত সংর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে। গাংনী উপজেলার চৌগাছা জামে মসজিদে বিক্ষোভ মিছিল শুরু আগেই পুলিশের বাধাঁর মুখে পড়ে মুসল্লীরা। এসময় পুলিশ ও মুসল্লী¬দের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া শুর হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে মুসল্লী¬দের উপর ২ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ার পর মিছিল কারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে পুলিশের লাঠির আঘাঁতে চৌগাছা গ্রামের সামিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন নামের এক স্কুল ছাত্রী মারাত্বক আহত হয়েছে। আহত ফাতেমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গাংনী থানা পুলিশ গাংনীর কাথুলি মোড় থেকে চৌগাছা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলামকে (৪০) আটক করে থানায় নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাংনী উপজেলার করমদী গ্রামে এলাকার বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে প্রায় সহস্রাধিক মুসলি¬ সমন্বয়ে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রাম প্রদক্ষিণ করেছে। এছাড়া গাংনীর যুগিন্দা, মুজিবনগরের গৌরিনগর সোনাপুর পুরন্দরপুর,সদর উপজেলার ঝাঁউবাড়ি,বুড়িপোতাসহ বিভিন্ন গ্রামে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে গাংনী উপজেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে। গাংনী থনার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খাঁন রাবার বুলেট ছুড়ার অস্বীকার করেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন পুলিশ ২ রাউন্ড গুলি ছুড়েছে।