পুলিশের বাঁধার মুখে গৃহবন্দি অবস্থায় ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গাংনী বিএনপি। বিএনপির আলোচনা সভা চলাকালে গাংনী থানা পুলিশের ওসি মাসুদুল আলমের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ বিএনপি অফিসের বাইরে অবস্থান করে। রোববার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা ও পৌর বিএনপি,র উদ্যোগে উপজেলা বিএনপি,র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপি,র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন এমপি । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি,র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার,আব্দুল গনি বিশ্বাস, উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি,র ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক, সম্পাদক কামরুজ্জামান ডাবু,উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ হিল মারুফ পলাশ,সম্পাদক আক্তারুজ্জামান মাষ্টার,যুবদল নেতা আল হেলাল,মকবুল হোসেন মেঘলা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু,উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান, ছাত্র নেতা নাজমুল হক,সুজন কবির, রবিউল ইসলাম,কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও সালাউদ্দীন প্রমুখ। আমজাদ হোসেন এমপি বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অনাকাংখিত ঘটনা এড়াতে বিএনপি অফিসের মধ্যেই ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান উৎযাপন করা হয়।