মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে প্রভা নামের তৃতীয় শ্রেনীর এক ছাত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টারদিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনাটি ঘটে।
বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সামছুল আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান,এ উপজেলার মুন্দা গ্রামের পাঞ্জাব আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী প্রভা (১২) সহ দুজন বান্ধবী রাস্তার পাশে কথা বলছিল এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহি বাস প্রভা কে পিছন থেকে ধাক্কা দিলে প্রভা চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়।
ঘটনার পরপরই বামুন্দী বাজারের স্থানীয় জনতা ঘাতক বাস টি কে আটক করলেও ড্রাইভার ও হেলফার পালিয়ে যায়। প্রভা নিহত হওয়ার প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরো করে রেখেছে বিক্ষুদ্ধ জনতা।
নিহত প্রভার পরিবার জানায়,প্রতিদিনের ন্যায় সোমবার সকালের প্রাইভেট পড়ার জন্য ওলিনগরে যাওয়ার পর দূর্ঘটনা ঘটে।
এদিকে একমাত্র মেয়ে প্রভা নিহত হওয়ায় গোটা পরিবারে শোকের মাতম বইছে।