ফারুক আহমেদ,আমাদের মেহেরপুরডট কম ঃ
সরকার নোট বই বিক্রি নিষিদ্ধ করলেও স্থানীয় প্রশাসন ও এক শ্রেণীর অসাধু শিক্ষকের সহায়তায় মেহেরপুরের গাংনীতে দেদারছে চলছে নোট বই বিক্রি। সম্প্রতি সময়ে গাংনী উপজেলা চত্তরে ৭৮ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সৌজন্য নোট বই বিতরন করে শ্যামলী বুক ল্যান্ড গাংনী। নোট বই বিক্রি হওয়ায় সৃজনশিক্ষা নিয়ে সরকারের বিরুদ্ধে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। গাংনী উপজেলায় ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুথিনিলয়ের নোট বই বিক্রি হচ্ছে। আর এ বই বিক্রিতে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহনের অভিযোগ উঠেছে। এছাড়া বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এটম নামের নোট বই বিক্রি করা হচ্ছে। আর সাধারন শিক্ষাথীদের কাছে চড়া মূল্যে নোট বই বিক্রি করা হচ্ছে। আর চড়া মূল্যের বই না কিনতে পেরে অনেক গরীব শিক্ষার্থীরা স্কুলে ছেড়ে দিচ্ছে। এদিকে অসাধু লাইব্রেরী ও শিক্ষকেদের কারনে প্রাথমিক স্থরেই ঝরে পড়ছে হাজারো শিশু কিশোর। এছাড়া অর্ধ কোটি টাকার নোট বই বিক্রির মিশনে নেমেছে গাংনীর শ্যামলী বুক ল্যান্ডের মালিক আতিয়ার রহমান। এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম বলেন,নিষিদ্ধ নোট বই বিক্রি বন্ধে খুব শীঘ্রই অভিযান চালানো হবে। তাছাড়া নোট বই ক্রয় করতে শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের উপর চাপ প্রয়োগ করছে বলে একাধিক অভিভাবক জানিয়েছে। সূত্রে জানা গেছে,নোট বই বিক্রির অতিরিক্ত টাকা শিক্ষকদের মাঝে ভাগাভাগি করা হচ্ছে।
মেহেরপুর সংবাদ