আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে রোববার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে জামায়াত কর্মী দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন ছাতিয়ান গ্রামের মৃত হাজী রব্বানী বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও তোফাজ্জেল বিশ্বাসের ছেলে মহিবুল ইসলাম (৩৫)। আগামিকালের হরতাল উপলক্ষে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশংকায় তাদের আটক করা হয়েছে বলে জানান গাংনী থানার সাব ইন্সেপেক্টর (এসআই) ফজলুল হক। ১৫১ ধারায় এদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে গাংনী থানা সুত্র জানিয়েছে।