আমাদের মেহরেপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা ভিটাপাড়া থেকে হেজবুত তৌহিদের দুই নারী কর্মীকে জিহাদী বই ও লিফলেটসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক নারী কর্মীরা হলেন,গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জুলিয়ারা (২১) ও মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের স্ত্রী জেসমিন খাতুন (২৭)। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, শনিবার বিকাল ৫ টার দিকে হেজবুত তৌহিদের ওই দুই নারী কর্মী চৌগাছা ভিটাপাড়া এলাকায় বিভিন্ন মেয়েদের ধর্ম নিয়ে বিভান্ত্র সৃষ্টি করার চেষ্টা করছিল। এসময় স্থানীয়রা তাদের আটক করে গাংনী থানা পুলিশে সোপর্দ করেছে। আটক নারী কর্মীদের কাছে থেকে হেজবুত তৌহিদের প্রকাশনার ৪০টি জিহাদী বই ও ৩০ টি লিফলেট উদ্ধার করা হয়েছে।