মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ -আহত ৬

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ -আহত ৬

gagni map ফারুক আমাদের মেহেরপুর ডটকমঃ মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষ্যের ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন,শিমুলতলা গ্রামের হজরত আলীর ছেলে রুবেল হোসেন (১৯),বুদু মন্ডলের ছেলে স্কুল শিক্ষক খায়বার হোসেন (৫৫), কাউছার আলী (৩৫) ও অপর পক্ষের মিনাপাড়া গ্রামের সামসুল হকের ছেলে কাশেদ আলী (৪২) ও মামুন হোসেন (৩৫), হাসান আলীর ছেলে মাসিদুল (২৮)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে  সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত খায়বার আলী জানান, তার পিতার নামের ১৫ বিঘা পৈত্রিক জমি আওয়ামী লীগ সমর্থক সামসুল হক জোর করে দখল করে নিতে চান। তাদের দখলের প্রতিবাদ জানাতে গেলে সামসুল হক ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে। এর আগেও আমাদের জমির লিচু বাগান কেটে দিয়েছিল তারা। এদিকে সামসুল হক জানান,আমরা বুদু মন্ডলের শরীকদের কাছ থেকে জমি কিনেছি। সে জমির দখল নিতে গেলে বিএনপি সমর্থক খায়বার মন্ডলের লোকজন আমাদের উপর হামলা করে আহত করেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।

মেহেরপুর সংবাদ