মেহেরপুর প্রতিনিধি (২২/১১/১৫)ঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রাম থেকে ইদ্রিস আলী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল (ইউএসএ), পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পাঁচ পিস ইয়াবা ও পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাম্মদপুর গ্রামের কাজল মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ইদ্রিস আলী মহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী কাজলের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ সহকারী পরিদর্শক (এএসআই) সুফল কুমার অভিযান পরিচালনা করেন। এসময় ইদ্রিস আলী আটক হলেও পালিয়ে যায় গৃহকর্তৃা কাজল মিয়া ও তার সহযোগি একই গ্রামের মকলেছ হোসেন। এ ব্যাপারে গাংনী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।