জাহিদ ,আমাদের মেহেরপুর ডট কম
গতকাল মেহেরপুরের গাংনি উপজেলার ধলা গ্রামের মুক্তারের ছেলে আব্দুস মেহেরপুরের গাংনিতে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী আটক।গতকাল মেহেরপুরের গাংনি উপজেলার ধলা গ্রামের মুক্তারের ছেলে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ৪রাউন্ড গুলি ২টি ম্যাগাজিন, প্যাথডিন ইনজেকসন,হেরোইন,ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুস সালাম (৪৫) কে আটক করেছে র্যাব।
র্যাব-৬ এর কমান্ডার এ এসপি কামরুল হাসান জানান মঙ্গলবার সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায় গাংনি ক্যাম্পের র্যার সদস্যরা। এসময় তার বাড়ি তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ,২টি ম্যাগজিন ৪০ গ্রম হিরোই্ন ৩টি বড় হাসুয়া,১০ টি প্যাথেডিন ইনজেকসন সহ র্যাব সদস্যরা আব্দুস সালামকে আটক করে ।কিছুদিন আগে সালাম জেল থেকে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে । তার নামে একাধিক মামলা রয়েছে বলে গাংনী থানার ওসি সাংবাদিকদের বলেন ।