মেহেরপুরের এক প্রতারক আদম ব্যাপারী বিদেশে পাঠানোর নামে এলাকাবাসীর প্রায় ২০ লাখ টাকা আত্মসাত ॥ আদম ব্যাপারী আটক

মেহেরপুরের এক প্রতারক আদম ব্যাপারী বিদেশে পাঠানোর নামে এলাকাবাসীর প্রায় ২০ লাখ টাকা আত্মসাত ॥ আদম ব্যাপারী আটক

gagni map আমাদের মেহেরপুর ডট কম ঃ  বিদেশে গিয়ে সোনার হরিণ ধরতে যাবার স্বপ্ন নিয়ে মেহেরপুরের এক প্রতারক আদম ব্যাপারীর খপ্পরে পড়ে একাধিক ব্যাক্তি প্রতারনার শিকার হয়েছে। অবশেষে ঐ প্রতারক আদম ব্যাপারীর বিরুদ্ধে মামলা হলে প্রতারক আদম ব্যাপারীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। প্রতারক আদম ব্যাপারীর খপ্পরে পড়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের চাদঁবিল গ্রামের আব্দুল ছাদেক এর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)এর কাছে এবং মামলার বিবরণ থেকে জানা যায় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের সৈয়দ আলী শাহ এর ছেলে হাবিব উল্লাহ ওরফে হাবিব (৩০) বিদেশে পাঠানোর নামে চাঁদবিল গ্রামের একাধিক ব্যক্তি সহ এলাকার বিভিন্ন জনের কাছে প্রায় ২০ লাখ টাকা প্রতারনা করে আত্মসাত করেছে। প্রতারণার শিকার জাহাঙ্গীর আলম আরও জানায়, প্রতারক আদম ব্যাপারী হাবিব বিদেশে যাবার প্রলোভন দেখিয়ে  জাহাঙ্গীর আলমের কাছ থেকে বিভিন্ন সময় সর্বমোট ৩ লাখ ৭০ হাজার টাকা নেয় এবং বিদেশে না পাঠিয়ে বিভিন্ন সময়ে তালবাহানা করার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম বিরক্ত হয়ে টাকা ফেরত অথবা বিদেশে পাঠানোর চাপ দেয়। তখন প্রতারক আদম ব্যাপারী জাহাঙ্গীর আলমকে জাল ভিসা দিয়ে গত ৬ মাস আগে এক দালালের মাধ্যমে লিবিয়াতে পাঠানোর চেষ্টা করে। কিন্ত জাল ভিসা চট্রগ্রামে বিমান বন্দরে প্রমানিত হওয়ায় পুলিশ জাহাঙ্গীরকে আটক করে জেল হাজতে পাঠায়। কয়েকদিন পর জাহাঙ্গীর জেল হাজত থেকে জামিনে বের হয়ে এসে গ্রামের এক শালিস বৈঠকে ৬ মাসের মধ্যে টাকা ফেরত অথবা বিদেশে পাঠানোর লিখিত অঙ্গীকার করে নেয় এবং সে অঙ্গীকারও ভঙ্গ করে ঐ প্রতারক হাবিব। অবশেষে হাবিবের বিরুদ্ধে জাহাঙ্গীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করলে প্রতারক হাবিবকে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদবিল কোলার মোড় থেকে মেহেরপুর সদর থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। যার মামলা নং সি আর ১৩৯/১৩ইং। ধারা ৪০৬/৪২০ পেনাল কোড। এছাড়াও প্রতারক আদম ব্যাপারী হাবিব তার নিজ গ্রাম চাঁদবিল এর শহিদুল, মৌসুমি, সালেহ সহ এলাকার বিভিন্ন জনকে বিদেশে পাঠানোর নামে প্রতারনা করে মোটা অংকের টাকা আত্মসাত করেছে বলে প্রতারনার শিকার জাহাঙ্গীর আলম জানায়।
মেহেরপুর সংবাদ