মেহেরপুর অফিসঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা সারাদেশব্যাপী গতকালের সকাল স›ধা হরতাল মেহেরপুরে ঢিলেঢালা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়। মেহেরপুর থেকে দূরপাল্লা ও আন্ত জেলার কোন গাড়ি ছেড়ে যায়নি । অফিস আদালতের কার্যক্রম ও ব্যংকে লেনদেন ছিল স্বাভিক। হরতালে প্রতিরোধে মেহেরপুর জেলা আওয়ামীলীীগ ও শহর আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল বের করে। হরতালকে ঘিরে কোন অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন জেলায় ব্যাপক নিরাপ্তা ব্যবস্থা জোরদার করেছিল। জেলার তিন উপজেলার গুরত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন ছিল ব্যাপক।