শনিবার বিকেলে শহর আওয়ামীলীগের উদ্যোগে প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলারে সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন। শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা যুবলীগের সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক নিশান সাবের, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হোসেন, যাদুখালী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ। সমাবেশ শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের কুশপুত্তলিকা দাহ করে।