আমদের মেহেরপুর ডট কম ঃ মেহরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের ইসলামের মুদি দোকান, মীর পাড়ায় বিল্লালের দোকান ও মাঝ পাড়ার মতির দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানাযায় শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে একটি সংঘব্ধ চোরের দল তালা ভেঙ্গে ইসলামের দোকান থেকে নগদ টাকা, দামী সিগারেট ও মালামাল ,মতির দোকান থেকে মোবাইল সেট ,নগদ ১০ হাজার টাকা দামী মাল এবং বিল্লালের দোকানে তালা ভাঙ্গলেও কোন মালামাল নিতে পারেনি। এদিকে আমঝুপি বাজারে প্রায় চুরি সংঘটিত হচ্ছে বলে বাজারের ব্যবসায়ীদের মনে দোকান চুরি হওয়ার আতংক বিরাজ করছে। আমঝুপি বাজারে বহুদিন ধরে বাজার কমিটি না থাকায় নিরাপত্তা প্রহরীর অভাবে এসব চুরিগুলো সংঘটিত হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। তারা বলেন আমরা বহুবার কমিটি তৈরি করার চেষ্টা করলেও কোন এক মহলের জন্য তা গঠন করা সম্ভব হচ্ছেনা। আমঝুপি বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীদের দাবি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটি গ্রহণযোগ্য বাজার কমিটি গঠন করে বাজারে নিরাপত্তার ব্যবস্থা , একটি গণ চৌছাগার নিমার্ণ করা ও বাজরের পরিবেশকে পরিষ্কার পরিছন্ন রাখার ব্যবস্থা করার। যাতে বাজারের সকল ব্যবসায়ী নিশ্চিন্ত মনে ব্যবসায়া চালিয়ে যেতে পারে।