মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের দুটি বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতির করেছে সংঘবদ্ধ একদল ডাকাত। ডাকাত দলের ছোড়া বোমাঘাতে শামীম হোসেন (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভবরপাড়া গ্রামের তিপন বিশ্বাস ও সিদ্দিক মিয়ার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি সোনার গয়না, নগদ টাকা ও মূল্যবান মালামাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লূটে নেয় ডাকাতরা। গ্রামের লোকজন প্রতিরোধ করলে ডাকাতরা পর পর দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আহত হন সিদ্দিক মিয়ার ভাই শামীম হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।