মুজিবনগর সীমান্তবর্তী বল্লভপুর গ্রামে মঙ্গলবার ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে ১৩৫ টি ভারতীয় স্টিলের গামলা সহ বগা শেখ (৩১) ও আলতাফ হোসেন (৩৪) নামে দুই চোরাকরবারীকে আটক করে বিজিবি মুজিবনগর ক্যাম্পের সদস্যরা। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি‘র) মুজিবনগর কোম্পানি কমান্ডার আবু তাহের জানিয়েছেন, আনন্দবাস সিমান্ত দিয়ে ভারত থেকে স্টিলের মালামল সহ দুই চোরাকারবারী মোটর সাইকেল যোগে মেহেরপুর শহরের দিকে রওনা দিলে বল্লভপুর কবর স্থানের নিকট পৌঁছালে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৩৫ টি স্টিলের গামলা, ২ টি মোবাইল ফোন, ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৩ লাখ টাকা । আটককৃত দুই চেরাকারবারীকে মালামাল সহ মুজিবনগর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় বিজিবি।