মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এ উপজেলার দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানিয়েছেন, হরতাল-অবরোধের সময় ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশের উপর হামলা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়ে কয়েকজন পুলিশ সদস্য। ওই ঘটনার মামলার প্রধান আসামি জারজিস হোসেন। তার নামে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।