আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুরে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী নানর বাড়ি যাওয়ার পতে ধর্ষিত হয়েছে। মেয়েটি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ লম্পট ধর্ষক কে আটক কেরছে।
গতকাল রোববার বিকালে একই গ্রামের আবুল খায়ের ওরুফে ফিরাতুল ছেলে বিপ্লব (২০) মেয়েটিকে জোর করে হাজিপাড়ার ব্রাক স্কুলের ভিতরে নিয়ে উপযৃপুরি ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে আশেপশের লোকজন ছুটে এলে ধর্ষক বিপ্লব পালিয়ে যায় । স্থানীয় লোকজন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাপাতালে ভর্তি করে। হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আব্দুস শহিদ জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্তশূন্যতা দেখা দিয়েছে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।হাপাতালের কর্তব্যরত চিকিৎসক জারিয়েছেন, ধর্ষিত স্কুল ছাত্রীর অবস্থা আশংকাজনক।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন ধর্ষিত স্কুল ছাত্রীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে দেখতে যান এবং ধর্ষক বিপ্লবকে দ্রুত আটকের নির্দেশ দেন।এদিকে ধীর্ষতার পিতা বাদী হয়ে মুজিবনগর থানায় একটি ধর্ষন মামলা করলে ধর্ষনের ৮ ঘন্টার মাথায় রাত ১১ টার দিকে মুজিবনগর থনার ওসি রবিউল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ধর্ষক বিপ্লব কে মুজিবনগরের গৌরিনগর থেকে আটক করে।